দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ

songghorSho সংঘর্ষসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মাঝিগাতী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন টেটা বিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার রাতে ওই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

টেটাবিদ্ধ মারাত্মক আহত মান্নান খানসহ (৩২) তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংকটজনক অবস্থায় মান্নান খানকে প্রথমে খুলনা ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, মাঝিগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মকসুদ আলী খান ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান মুকুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বর্তমান চেয়ারম্যান মকসুদ আলী খানের সমর্থক আজিম ফকির ওই গ্রামের কামাল খানের মাছের ঘেরে বসে গাঁজা সেবন করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক চেয়ারম্যান মুকুল খানের সমর্থকরা আজিমকে মারপিট করে। এতে মুকুল খানের সমর্থক মান্নান খানের শিশুপুত্র মাফিজ খানকে গত শনিবার মকসুদ খানের লোকজন মারপিট করে।

এ ঘটনার জের ধরে সোমবার রাত ৮টার দিকে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ