জিএসপির শর্ত পূরণের প্রতিবেদন পাঠানো হলো আমেরিকায়

Govt-logo-sm20130204080728সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আমেরিকার বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা বা জিএসপি ফিরে পেতে আরোপিত শর্ত পূরণে অগ্রগতির প্রতিবেদন আমেরিকার বাণিজ্য দপ্তর ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ-ইউএসটিআর এ পাঠানো হয়েছে। বানিজ্য মন্ত্রনালয় থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে এ প্রতিবেদন পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে- কারখানার জন্য ৬৭ জন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। বাকি পরিদর্শক পিএসসির মাধ্যমে আগামী জুনের মধ্যে নিয়োগ দেওয়া সম্ভব হবে।
ইপিজেডে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়ার কথা উল্লেখ করে অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে- শ্রমিকদের মধ্যে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কারাখানার ভবন সম্পর্কিত নিরাপত্তা এবং ফায়ার সেফটি নিশ্চিত করতে আরো সময় প্রয়োজন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ