বাংলাদেশ ২০১৬ সালে ভারত সফরে যাচ্ছে

nazmul hasan papon নাজমুল হাসান পাপনস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নববর্ষে নতুন খবর নিয়েই দেশে ফিরেছেন নাজমুল হাসান পাপন। আইসিসির গুরুত্বপূর্ণ সভা শেষে দেশে ফিরে বিসিবি সভাপতি পাপন জানালেন বিগত ১৬ বছরের আক্ষেপ মেটার কথা। ২০০০ সালে প্রথম টেস্ট খেললেও এখনও ভারতে পূর্ণাঙ্গ সফরে যাওয়া হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের। আগামী ২০১৬ সালেই সেই আক্ষেপ মিটছে বলে জানান পাপন।

বিমানবন্দরে সাংবাদিকদের পাপন জানান,‘ আমি যতদূর জানি ২০১৬ সালে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। মাত্রই দুবাই থেকে ফিরলাম। বিসিবিতে গিয়ে সূচি দেখে জানাব ২০১৬ সালের কখন ভারতে যাব আমরা।’

এছাড়া ২০২০ পর্যন্ত দ্বিপক্ষীয় অনেক সিরিজই নিশ্চিত করে এসেছেন বিসিবি সভাপতি। এসব সিরিজের মধ্যে থাকছে অস্ট্রেলিয়া,ইংল্যান্ড সফরও।

এসব তথ্য দেয়ার সময় তিনি আরো জানান,‘ অনেক বেশি সিরিজ আদায় করে এসেছি আমরা। আমাদের দেশে যেমন ২০২০ সালের মধ্যে অস্ট্রেলিয়া,ইংল্যান্ড আসবে তেমনি আমরাও যাব ওদের দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ