যে কোনো দিন খোকন রাজাকারের রায়

khokon খোকন রাজাকারসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের মামলার কার্যক্রম শেষ হয়েছে। রায় ঘোষণা হবে যে কোনো দিন।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পলাতক খোকনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

পরে ট্রাইব্যুনাল রায়ের জন্য মামলাটি অপেক্ষমান রাখার ঘোষণা দেয়।

এর আগে গত বুধবার জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের মধ্যে পাঁচটির বিষয়ে ট্রাইব্যুনালে সাক্ষীদের দেয়া সাক্ষ্য এবং অন্যান্য তথপ্রমাণ নিয়ে যুক্তি উপস্থাপন করা হয়। যুক্তিতর্কের বাকি অংশ উপস্থাপনের জন্য ১৫ এপ্রিল দিন নির্ধারিত ছিল।

গত ২ এপ্রিল খোকন রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

গতবছরের ৯ অক্টোবর খোকন রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ ১১টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

ওই অভিযোগের মধ্যে ছিল- ১৬জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯জনকে ধর্মান্তরিত করা, ২টি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সাতজন গ্রামবাসীকে স্বপরিবারে দেশান্তরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতন।

১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।

২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ