আবু বকরকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী এক যোগে কাজ করছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রনে আছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানার স্বামী আবু বক্কর সিদ্দিককে উদ্ধারে দেশের সকল আইন-শৃঙ্খলা বাহিনী এক যোগে কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে সচিববালয়ে মন্ত্রনালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্ট কর্মকর্তা আবু বক্করর সিদ্দিক অপহৃত হওয়ার সংবাদ পাওয়ার পর থেকে সকল আইন-শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধারে সর্বোচ্চ গুরম্নত্ব দিয়ে এক যোগে কাজ করছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, এই অপহরণের বিষয়ে দেশের সাধারণ মানুষের আতংকিত হওয়ার কিছুই নেই। প্রতিমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ন সরকারের নিয়ন্ত্রনে আছে বলেও দাবি করেণ।
উলেস্নখ্য, বেলার কর্মকর্তা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্ক্র সিদ্দিককে গতকাল বুধবার দুপুর সোয়া ৩টার দিকে ঢাকা-নারায়নগঞ্জের লিংক রোডের ভূঁইয়া ফিলিং ষ্টেশনের সামনে থেকে অপহরণ করা হয়। এ সময় তিনি ফতুল্লায় তার পোশাক কারখানায় যাচ্ছিলেন।