জামিন নাকচ ডেসটিনির চেয়ারম্যান ও এমডির
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অর্থ পাচার মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরনেগার সূচনা বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন।
আসামিপক্ষে জামিন আবেদন করেন আইনজীবী বদিউজ্জামান। জামিন আবেদনে বলা হয়, আসামিরা এক বছরের বেশি সময় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তারা দু্জনেই গুরুতর অসুস্থ। জামিন দিলে তারা পলাতক হবেন না।
আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দেন।
সাড়ে তিন হাজার কোটি টাকার অর্থপাচারের অভিযোগে ২০১২ সালে ডেসটিনির রফিকুল আমীনসহ কয়েকজনের বিরুদ্ধে কলাবাগান থানায় পৃথক দুটি মামলা করে দুদক।
দুদকের আইনজীবীরা সাংবাদিকদের জানান, এই দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। যে কোনো দিন আদালতে অভিযোগপত্র দাখিল করবে দুদক।