আন্দোলনের নামে নাশকতা হলে তিস্তা লংমার্চ বন্ধ

Hasan Mahmud হাসান মাহমুদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচিতে আন্দোলনের নামে কোনো নাশকতা হলে লংমার্চ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, লংমার্চ করতে কোন বাধা নেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশে লংমার্চ করলে এবং সেখানে কোন প্রকার নাশকতার চেষ্টা করলে সেটা মেনে নেওয়া যায় না। প্রশাসন ও সরকার তা কঠোর হস্তে প্রতিহত করবে।

তিনি আরো বলেন, ৫ জনুয়ারির নির্বাচন পূর্ব সহিংসতার মতো কোন ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার অনেক বেশী কঠোর হবে। এ ধরণের কোনো নাশকতা হতে দেওয়া হবে না।

দেশে বর্তমান নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ মারা, বাস পোড়ানো, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হলে সেটার সমুচিত জবাব দেওয়া হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ