আইন করে খাদ্যে ভেজাল কমানো যাবে না
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আইন করে খাদ্য ভেজালমুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার দুপুরে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে ‘ভেজাল প্রতিরোধ সরকার স্বেচ্ছাসেবী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
জাতীয় নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
কামরুল বলেন, ভেজাল মুক্ত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। কারণ যে লোকটি খাবারে ভেজাল মেশাচ্ছে, তার কিন্তু ছেলে মেয়ে আছে। তারাও কিন্তু এর বাইরে না।
ভেজালের বিরুদ্ধে মিডিয়ার ভূমিকা অন্যতম উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু খাদ্যে ভেজালে নয়, সবকিছুতে মিডিয়ার ভুমিকা উল্লেখযোগ্য। হেফাজতে ইসলামের সমাবেশে তিন হাজার লোক মারা গেছে বলে একটি মিথ্যাচার করা হয়েছিল, এ মিথ্যাচারে সঙ্গে একটি এনজিও জড়িত ছিল। কিন্তু আমরা মিডিয়ার কল্যাণে সবকিছু জানতে পেরেছি।
তিনি বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ খুব শিগগির প্রয়োগে যাবে বলে আমি আশা করি। এটা প্রয়োগ হলে সবার জন্য নিরাপদ খাদ্য অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। তবে এটা একটা বিরাট ব্যাপার, তাই প্রয়োগে একটু সময় লাগবে।
সংগঠনের নেতা এ. কে এম. খোরশেদ আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. রোকন উদ দৌলা, শরীফ মো. ফরহাদ, মো. হেলাল উদ্দিন আহমেদ, মো. শামীম খান প্রমুখ।