আইফোনের দাম বাড়তে পারে

iphone 6 আইফোন ৬রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এ বছরের শেষ ভাগে আসছে আইফোন-৬। বিগত বছরগুলোতে আইফোনের দাম প্রায় স্থির ছিল বলা চলে। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মার্কেটে অ্যাপেল পিছিয়ে পড়তে চায় না। তারা পরিকল্পনা করছে পরবর্তী আইফোনের দাম ১০০ ডলার বৃদ্ধি করতে।

বর্তমানে একটি নতুন আইফোন ৫এস, ১৬ গিগাবাইট মেমোরিসহ কিনতে প্রয়োজন ১৯৯ ডলার। অন্যদিকে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৩ ফ্যাবলেট কিনতে প্রয়োজন ২৯৯ ডলার। এ পরিস্থিতিতে অ্যাপল চাচ্ছে তাদের পরবর্তী আইফোনের মূল্য ১০০ ডলার বাড়াতে। যুক্তরাষ্ট্রে কন্ট্রাক্টে এসব ডিভাইস কিনলে আপনাকে প্রাথমিকভাবে স্বল্প মূল্য দিতে হয় তবে পরবর্তী ২ বছর তাকে মূল্য পরিশোধ করে যেতে হয়। তবে বেশিরভাগ দেশে এ সুবিধা নেই, সেখানে পূর্ণ মূল্য পরিশোধ করে ডিভাইস কিনতে হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ