জবাই করা হরিণ উদ্ধার

Deer Sreemongal শ্রীমঙ্গলরিপোর্টার, এবিসি নিউজ বিডি, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের টিলাগাও গ্রাম থেকে জবাই করা একটি মায়া হরিণ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

বন বিভাগ সূত্র জানায়, সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা বন বিট অফিসের বিট অফিসার মো. নুরুল ইসলাম বিশ্বাস ফরেস্ট গার্ডদের নিয়ে ঘটনাস্থল থেকে জবাই করা হরিণটি উদ্ধার করেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। হরিণটি লম্বায় ২ ফুট ১০ইঞ্চি এবং উচ্চতা ২ ফুট । বন বিভাগের ধারনা হরিণটি চা বাগান থেকে লোকালয়ে নেমে আসে। সকাল ১০টার দিকে হরিণটিকে শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে এটিকে শ্রীমঙ্গলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় মৌলভীবাজার কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ