পদ্মা সেতুর মূল কাজ চলতি বছরেই দৃশ্যমান : ওবায়দুল কাদের

Obayedul kader ওবায়েদুল কাদেরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরেই পদ্মা সেতুর মূল কাজ বাস্তবে দৃশ্যমান হবে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প সাইট পরিদর্শনকালে শনিবার সকালে এ কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পদ্মা সেতুর অর্থায়ন বাংলাদেশ সরকার করলেও সেতুর মূল অবকাঠামো নির্মাণের অভিভাবক প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের পরীক্ষিত প্রতিষ্ঠান পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ করবে।

এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন হবে। পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থায়নের কোনো সমস্যা নেই। চলতি অর্থ বছরে ২ হাজার ৪২ কোটি টাকা পদ্মা সেতু নির্মাণে বরাদ্ধ রাখা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী পদ্মা সেতুর কাজ সফলভাবে শেষ করতে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা চান।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পরিকল্পরা কমিশনের সদস্য হেদায়েতুল আল মামুন, স্বরাষ্ট্র সচিব সি.কিউ.এম মোস্তাক আহম্মেদ ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ