ঢাকা শিরোপার সুবাস পাচ্ছে
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় ক্রিকেট লিগে শিরোপার সুবাস পাচ্ছে ঢাকা বিভাগ। আজ শেষ রাউন্ডের খেলা মাঠে গড়ানোর আগে ৬ ম্যাচে তাদের পয়েন্ট ছিল ১১১। দ্বিতীয়স্থানে থাকা রাজশাহীর ৯০। বোনাসসহ এক ম্যাচে পাওয়া সম্ভব সর্বোচ্চ ২৫ পয়েন্ট। তাই কাগজে কলমে একটা সম্ভাবনা থেকে গেছে রাজশাহীর। তবে আজ শেষ রাউন্ডে কক্সবাজারে খুলনাকে ২৪৩ রানে গুটিয়ে দিয়ে শিরোপার সুবাসই পাচ্ছে ঢাকা। জবাবে প্রথম দিন শেষে ঢাকা করেছে ১ উইকেটে ৭৫। ম্যাচটা প্রথম ইনিংসে লিড নিয়ে ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ঢাকা বিভাগ। রাজশাহী আবার চট্টগ্রামে মাত্র ১২৬ রানেই অলআউট করেছে ঢাকা মহানগরকে। জবাবে ১৩৯ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেলেছে রাজশাহীও।
অন্য ম্যাচে চট্টগ্রামের ২১৩ রানের জবাবে ৩ উইকেটে ৭৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে সিলেট। আর বরিশালের ২৮৯ রানের জবাবে ২ উইকেটে ৮৯ করেছে রংপুর। সমান ৬ ম্যাচ শেষে ঢাকা বিভাগের পয়েন্ট ১১১,রাজশাহীর ৯০,খুলনার ৮০,রংপুরের ৬৯,সিলেটের ৬৪,ঢাকা মহানগরের ৫৪,চট্টগ্রামের ৪৩ ও বরিশালের ২৮।
জিয়াউর রহমানের ৮০,রিপনের ৪৩ ও ইমরুল কায়েসের ৩৯-এ ৮১.৪ ওভারে ২৪৩ রানে গুটিয়ে যায় খুলনা। মাসুম ৩ ও শুভাগত হোম নেন ২ উইকেট। জবাবে মজিদ ৪২ রানে ফিরলেও ১ উইকেটে ৭৫ করায় স্বস্তিতেই আছে ঢাকা।
ঢাকা বিভাগ স্বস্তিতে থাকলেও ঢাকা মহানগর চট্টগ্রামে রাজশাহীর বিপক্ষে গুটিয়ে গেছে মাত্র ১২৬ রানে। দেলোয়ার হোসেন ৪৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ঢাকা মহানগরের হয়ে মার্শাল আইয়ুব ৩০ ও ইলিয়াস সানি করেন ২০ রান। জবাবে ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে রাজশাহীও। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৬৪ করেছেন সাব্বির রহমান।