ফেসবুক নিয়ে আসছে অনলাইন ব্যাংকিং সেবা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের জনপ্রিয়তা এতদিন ছিল কেবল ছবি আপলোড, স্ট্যাটাস আপডেট বা বন্ধু পাতানোর মতো সময় কাটানোর কাজে। কিন্তু খুব শিগগিরিই ফেসবুকের অন্য প্রয়োজনিয়তা বাজারে আসতে চলেছে।
ফেসবুক ব্যবহারকারীদের কাছে খুব তাড়াতাড়ি এটা একটি ছোট অনলাইন ব্যাংকে পরিণত হবে। যেখানে টাকা জমা রাখা যাবে। আবার টাকার লেনদেন করলে পাওয়া যাবে বাড়তি সুবিধেও।
এই সংক্রান্ত সমস্ত অনুমতির জন্য ফেসবুক সেন্ট্রাল ব্যাংকে কাগজপত্র জমা দিয়েছে। সেখান থেকে অনুমতিপত্র এসে গেলেই ফেসবুক হয়ে যাবে একটা ডিজিটাল অর্থনৈতিক লেনদেনের সংস্থা। এতদিন ফেসবুকে, ফেসবুক গিফট নামে একটি অপশন ছিল।
সেই অ্যাপসের সাহায্যে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের মাধ্যমে কিছু কিনে, তার ফেসবুক বন্ধুদের পাঠাতে পারত। আর এরজন্য ব্যবহার হয়ে একধরনের গিফট কার্ড। কিন্তু যদি সেন্ট্রাল ব্যাংক থেকে অনুমতি পাওয়া যায়, তাহলে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেড়ে যাবে।