নতজানু হতে দেশ স্বাধীন করিনি : রিজভী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, নতজানু হতে দেশ স্বাধীন করিনি। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার, ভারত সরকার জোর করে বাধ দিয়ে তা আটকে রেখেছে। এটা অন্যায়, এর প্রতিবাদ করা ন্যায়সঙ্গত। তিনি বলেন, দেশ রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে লংমার্চ কর্মসূচি দেয়া হয়েছে।
রাজধানীর এলিফ্যান্ট রোডে রোববার সাড়ে ১০টার দিকে লংমার্চ কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রুহুল কবীর রিজভী বলেন, লংমার্চ সফল করতে সকল প্রস্তুতি চূড়ান্ত। এ কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হলে প্রমাণিত হবে- এ সরকার জনগণের নয়, অন্যের আশীর্বাদপুষ্ট।
ক্ষমতাসীন শাসকদলকে অবৈধ মন্তব্য করে তিনি বলেন, এরা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পদক নাজিমউদ্দিন আলম, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, জাসাস নেতা শামসুদ্দিন দিদার প্রমুখ।