আইপিএলঃ তিন ক্রিকেটার গ্রেপ্তার

IPL 3 arrestjpg

ফিক্সিংয়ের অভিযোগে পেসার শ্রীশান্তসহ মোট তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মিডিয়াকে এ কথা জানিয়েছে।

বিসিসিআই তাৎক্ষণিকভাবে শ্রীশান্ত এবং তার রাজস্থান রয়্যালস এ সতীর্থ অঙ্কিত চাভান ও অজিত চান্দিলাকে বরখাস্ত করেছে বলে জানা গেছে।

এক বিবৃতিতে বিসিসিআই সচিব সঞ্জয় জাগদালে বলেছেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার জন্য সব ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির ক্ষেত্রে বিসিসিআই কোনো ছাড় দেবে না। এ ব্যাপারে তদন্তে নিয়োজিত দিল্লি পুলিশসহ সব কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।”

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে মাঠে ও মাঠের বাইরে বেশ কিছু বিতর্কিত ঘটনায় জড়িয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন ৩০ বছর বয়সী শ্রীশান্ত। ২৭ টেস্টে ৮৭ ও ৫৩ ওয়ানডেতে ৭৫ উইকেট নিয়েছেন  শ্রীশান্ত।

গত বছরও এ ধরনের অভিযোগে একজন ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ এবং আরো চার জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ