মাদক ধ্বংসের আগুনে দগ্ধ ১১ বিজিবি সদস্য

BGBরিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ কক্সবাজারে মাদকদ্রব্য ধ্বংস করতে গিয়ে ১১ বিজিবি সদস্য অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- হালিম, নায়েক আব্দুল আলিম, বেলায়েত, বিপ্লব, জাহেদ, ফয়জুল, মিলন ও হাবিবুর রহমান হাবীব। অন্যদের পরিচয় জানা যায়নি।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাফর আলম, পুলিশ সুপার মো. আজাদ মিয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পূর্ব নির্ধারিত সময়সূচীর আলোকে রোববার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কক্সবাজার সদর দফতরে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করতে গিয়ে হঠাৎ অগ্নিশিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা অগ্নিদগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নোবেল বড়ুয়া জানান, অগ্নিদগ্ধ বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা আশঙ্কামুক্ত।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ