পানির অভাবে বিপন্ন তিন কোটি কৃষকের জীবন : ফখরুল

fokhrul ফখরুলসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সময়টা লংমার্চের উপযোগী সময়। কারণ এ মুহূর্তে আমাদের উত্তরাঞ্চলের ৩ কোটি কৃষকের জীবন পানির অভাবে বিপন্ন হয়ে পড়েছে। মানুষ পানি পাচ্ছে না। তিস্তায় সর্বনিম্ন চারশ কিউসেকে নেমে এসেছে ।

রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে গোলটবিল আলোচনায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করেন।

তিস্তা নদীর পানি বণ্টনঃ প্রেক্ষিত বাংলাদেশ র্শীষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মির্জা ফখরুল বলেন, ভারতের নির্বাচন দিকে তাকিয়ে থাকলে চলবে না। তারা আমাদের ১৬ কোটি মানুষের কথা ভাবে না। তারা নিজেদের স্বার্থের কথা ভাবে। বিএনপি জনগণের কথা ভাবে। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। ক্ষমতা ভাগাভাগি কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য নয়।

ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা জনগণের আস্থায় বিশ্বাসী নয়। তারা অন্যদের খুশি করতে কাজ করছে।

প্রতিবেশী দেশ ভারতের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তারা আমাদের দেশের ওপর প্রভাব বিস্তার করতে চায়। ছিট মহল, সীমান্তে হত্যা, ট্রানজিট, রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, আসাম থেকে পশ্চিম বঙ্গের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে বিদ্যুতের গ্রিড লাইন নেওয়া হচ্ছে। এই সরকার প্রভূদের খুশি করতে কাজ করছে। যারা তাদেরকে ক্ষমতায় আনে।

তিনি বলেন, আমাদের মুল শক্তি জনগণ। তাদের নিয়ে অধিকার আদায় করতে হবে। পাশাপাশি জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে।

দলের ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের মন্ত্রীরা তাদেরকে গিয়ে বলেন আমাদের একটা বাধ দরকার। ১৯৭২ সালে তৎকালীন মন্ত্রী আব্দুস সামাদ ভারতে গিয়ে বললেন, টিপাই মুখে একটা বাধ দেন। আমাকে সিলেট জেলা রক্ষা করতে হবে। এটা আমাদের মূর্খতা বা অজ্ঞতা।

তিনি বলেন, আমাদের আন্দোলনকে আর্ন্তজাতিককরণ করতে হবে। খালেদা জিয়ার ডাকে রাজপথে নামতে হবে। এমনকি সকল জেলা থেকে লংমার্চ হতে পারে। আমাদের আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে না। পানি আমাদের অধিকার। আমাদের উচ্চস্বরে জানাতে হবে পানি আমাদের অধিকার।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের পলিসি মেকাররা বলেন, ভারতের কাছে কিছু চাইলে নাকি বেয়াদবি হবে। নতজানু সরকার ট্রানজিটের ফি চাইলে বেয়াদবি হবে এমন কথা বলে। সেখানে তিস্তা বা গঙ্গা নদীর পানি চাইতে লজ্জা পান। তাই আমাদের জাতীয় স্বার্থে সংগ্রামের মাধ্যমে আদায় করে নিতে হবে।

আলোচনায় অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, বুয়েটের বিভাগীয় প্রধান ড. সাবিবর মোস্তফা খান, সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির  খোকন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ