সাংবাদিকদের ওপর রামেকের চিকিৎসকদের হামলা

Rajshahi Medical College রাজশাহী মেডিকেল কলেজসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকদেরা। এ সময় তাঁরা কয়েকজন সাংবাদিককে মারধর করেন এবং পাঁচটি ক্যামেরা ভেঙে ফেলেন।

আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে রোগীর অভিভাবকদের হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা মারধর করছেন—এ খবর পেয়ে কয়েকজন সাংবাদিক রাত ১১টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় সাংবাদিকেরা হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়া হয়। পরে সাংবাদিকেরা ভেতরে ঢুকলে তাঁদের ওপর হামলা চালান চিকিৎসকেরা। এতে চ্যানেল টোয়েন্টিফোরের রায়হান, যমুনা টিভির রাসেল, এটিএন নিউজের রুবেলসহ কমপক্ষে ছয়জন সাংবাদিক আহত হন। এ ছাড়া এ সময় শিক্ষানবিশ চিকিৎসকেরা সাংবাদিকদের পাঁচটি ক্যামেরাও ভেঙে ফেলেন।

তবে সাংবাদিকদের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ দাঁড়িয়ে থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

এ ব্যাপারে পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান জানান, এখনো অভিযান চলছে। পরে কথা বলব।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ