মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা ধর্মঘটে

Meatford Hospital মিটফোর্ড হাসপাতালসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। একুশে টেলিভিশনের সাংবাদিকদের মারধরের ঘটনায় করা মামলা তুলে নেয়ার দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দেয়।

কলেজ  শাখা ছাত্রলীগের সভাপতি ও একুশে টিভির করা মামলার অন্যতম আসামি শিক্ষানবিশ চিকিৎসক মোয়াইবুল ইসলাম সোয়েব বলেন, মামলার পরিপ্রেক্ষিতে দুপুর ২টা থেকে হাসপাতালটির মোট ২০৭ জন শিক্ষানবিশ চিকিৎসক অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

শনিবার মিটফোর্ড হাসপাতালে মারধরের ঘটনায় সোমবার ঢাকার হাকিম আদালতে মামলা করেন একুশে টেলিভিশনের পরিচালক মো. জাহিদুল ইসলাম। এতে হাসপাতালের পরিচালক ও চার শিক্ষানবিশ চিকিৎসকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

ওই মামলার বাদীর জবানবন্দি নিয়ে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) ১১ মে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন।

ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি ভাঙচুরের ঘটনায় একুশে টিভির ১৬ লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ