ভূখণ্ড দাবি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি

Fokhrul islam মির্জা ফখরুল ইসলাম আলমগীরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রামোনিয়াম স্বামীর বাংলাদেশের ভূখণ্ড দাবি সার্বভৌত্বের জন্য হুমকি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার রাতে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সুব্রামোনিয়াম স্বামী কর্তৃক বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি শুধু ধৃষ্টতাপূর্ণই নয় বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি প্রদর্শন।’

তিনি বলেন, ‘যারা দিবাস্বপ্ন দেখেন তারাই এ ধরনের সর্বনাশা কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে বন্ধুত্ব চায়, আস্ফালন নয়। বাংলাদেশ বিশ্বের সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা প্রদর্শন করে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের কাছ থেকে মর্যাদাপূর্ণ, সৌজন্যমূলক, সমতা ও সামঞ্জস্যবোধসম্পন্ন বক্তব্য আশা রাখে। বৃহৎ প্রতিবেশী ভারতের রাজনীতিবিদরা যদি আশেপাশের দেশগুলোর অভিভাবক ভাবেন তাহলে তারা মূর্খের স্বর্গেই বাস করছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’

ফখরুল বলেন, ‘ভারতীয় রাজনীতিবিদদের এহেন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আঞ্চলিক সহাবস্থান, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক হবে সুদূরপরাহত। যে জাতি স্বাধীনতার জন্য রক্তসাগর পাড়ি দিতে পারে সেই জাতি স্বাধীনতা রক্ষার জন্য নির্দ্বিধায় আত্মোৎসর্গ যে করতে পারে তা এদেশের দীর্ঘ ইতিহাসের নানা অধ্যায়ে ভাস্বর হয়ে আছে। দেশের অখণ্ড ভূখণ্ড রক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে বাংলাদেশীরা উদ্দীপ্ত, বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘বরাবরই সুব্রামোনিয়াম স্বামীর মতো ভারতীয় রাজনীতিকরা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন উপলব্ধি করতে পারেননি। বহু মৃত্যুঞ্জয়ী লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী দেশ বাংলাদেশ, এই দেশের অঙ্গচ্ছেদ করতে এলে এর পরিণতি কী হতে পারে সেটি তারা বাংলাদেশের অম্লান ইতিহাস পাঠ করলেই জানতে পারবে।’

সুব্রামোনিয়াম স্বামীর বক্তব্য উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেন তিনি।

সুব্রামোনিয়াম স্বামীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশে একটি প্রবাদ আছে- অতি দর্পে লঙ্কাহত। যেসব দেশের নেতারা কথায় কথায় অন্য দেশের সার্বভৌমত্ব দুর্বল করতে হুমকি-ধামকি ও অবজ্ঞা তাচ্ছিল্য করে সেই সব দেশেও শান্তি ও নিরাপত্তা কখনোই নির্বিঘ্ন ও নিশ্চিন্ত থাকে না।’

দৃঢ় কন্ঠে তিনি বলেন, ‘অহমিকা ও লঘু বীরত্বের হুমকি মোকাবেলায় বাংলাদেশের জনগণ সর্বশেষ রক্তবিন্দু দিতে অনঢ়, অচঞ্চল ও অনম্য থাকার অফুরান শক্তি ও প্রেরণার কোনো কমতি নেই।’

প্রসঙ্গত, ভারতের হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির অন্যতম শীর্ষনেতা সুব্রামোনিয়াম স্বামী শুক্রবার আসামের গৌহাটিতে একটি অনুষ্ঠানে বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেন। তিনি দেশ ভাগের পর সাবেক পূর্ব-পাকিস্তান থেকে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে উল্লেখ করে তাদের পুনর্বাসনের জন্য খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে বাংলাদেশের কাছে দাবি জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ