সরকার তিস্তা চুক্তিতে ব্যর্থ: ফখরুল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, টাঙ্গাইলঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ২০০৮ সালে বাংলাদেশ সরকার ভারতের সাথে তিস্তার পানি চুক্তি করার কথা থাকলেও আওয়ামী লীগ সরকার সেটা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার যে দরকষাকষির হাতিয়ার ব্যবহার করছিল, তা কোনো কাজে আসেনি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় তিস্তা অভিমুখে লংমার্চ উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত দ্বিতীয় পথ সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইয়াহিয়া, আয়ুব খান ও বঙ্গবন্ধু পারেনি, আপনারাও পারবেন না। সুতরাং শান্তির পথে ফিরে আসুন, পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খানের সভাপতিত্বে পথ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম চৌধুরী আবেদ, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এর আগে রাজধানী উত্তরার আমির কমপ্লেক্সের সামনে থেকে সকাল ৯টায় এর যাত্রা শুরু করে সোয়া ১০টায় কালিয়কৈরে পৌছায় লংমার্চ।
লংমার্চ পরবর্তীতে সাড়ে ১২টায় সিরাজগঞ্জ পদ্মার মোড়, বেলা আড়াইটা বগুড়ার মাটির ঢালীর মোড়, বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কে এবং বিকেল সাড়ে ৪টায় পলাশবাড়িতে পথ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া লংমার্চ রাতে রংপুর অবস্থান করবে। পরের দিন সকাল ৯টায় পথসভার মাধ্যমে যাত্রা শুরু করে তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে বেলা ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।