ফের উত্তপ্ত বাকৃবি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা সাদ ইবনে মোমতাজের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার, আজীবন বহিষ্কার ও সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশসহ সুজয়-রোকনের স্বীকারোক্তি অনুযায়ী জড়িত সবার উপযুক্ত শাস্তির দাবিতে মঙ্গলবার প্রশাসন ভবন ও ও কোষাধ্যক্ষের ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনের সামনে জড়ো হতে থাকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন অনুষদের ভবন প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা।
এসময় বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনকারীদের সাথে যোগ দেয়। পরে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ধর্মঘট পালন করতে থাকে আন্দোলনকারীরা। এসময় তারা কোষাধ্যক্ষের ভবনসহ বেশ কয়েকটি প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেয়।
রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ভবনের সামনে বিক্ষোভ করছিল।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেয়ার ব্যাপারে প্রশাসন আন্তরিক নয়। এখনো সাদের খুনিরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে অথচ প্রশাসন তাদের নাম উল্লেখ করে কোনো মামলা করেনি।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ অন্তঃকোন্দলের কারণে ক্লাস-পরীক্ষার জের ধরে আশরাফুল হক হলের সাংগঠনিক সম্পাদক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ক্লাস প্রতিনিধি সাদকে রুমে ডেকে নিয়ে স্ট্যাম্প, রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগের ১০-১৫ নেতাকর্মী। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ এপ্রিল একটি প্রাইভেট মেডিক্যালে মারা যান তিনি।