শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ স্থগিত করেছে রাবি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ দেয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সাংবাদিকদের সঙ্গে সংঘাতের পর রাজশাহী ও ঢাকার মিটফোর্ড হাসপাতালে কর্মবিরতিতে যাওয়া চিকিৎসকদের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নেয়ার কথা বলার একদিন পরই এ কথা জানালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশন ও সাংবাদিকদের পক্ষ থেকে এ দাবি ওঠার পর উপাচার্য মিজান উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদভুক্ত রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ডিগ্রি দিই আমরা। একটি ছাত্র সংগঠন ও সাংবাদিকদের পক্ষ থেকে এ সনদপত্র স্থগিত করার দাবি এসেছে।
গত রোববার রাতে এক রোগীর স্বজনের সঙ্গে চিকিৎসকের হাতাহাতির খবর পেয়ে হাসপাতালে গেলে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় ১০ সাংবাদিক আহত হন। ভেঙে ফেলা হয় বেসরকারি কয়েকটি টেলিভিশনের ক্যামেরা।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভের পাশাপাশি তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন বলেন, চিকিৎসকরা যদি জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তাহলে তাদের সনদ দেয়া থেকে বিরত থাকতে হবে।