হিটস্ট্রোকে একজনের মৃত্যু
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মুগদায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মনতাজ উদ্দিন (৫০) নামে একজন মারা গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. আমজাদ মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর মুগদা এলাকার একটি স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। তবে এর আগেই মৃত্যু হয় তার। ধারনা করছি, তীব্র তাপদাহে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা গেছে, বেলা ১১টার দিকে মুগদার মানিকনগর এলাকার একটি ৭ তলা ভবনের ছাদে ফুল গাছে পানি দিতে গিয়ে মনতাজ উদ্দিন মাথা ঘুরে পড়ে যান। এসময় তাকে দ্রুত প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।পরে অবস্থার অবনতি হলে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। তবে ততক্ষণে মৃত্যু হয় তার।
মনতাজ উদ্দিন মুগদা এলাকার ৪৩/৩/১ নম্বর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধায়।