ইসি ৮৫ নির্বাচন কর্মকর্তার বিষয়ে দ্রুত ব্যবস্থা চায়

Election Commission নির্বাচন কমিশনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চারদলীয় জোটের আমলে নিয়োগ দেয়া ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংস্থাটির আইনি বিভাগকে নির্দেশনা দিয়েছে কমিশন।

মঙ্গলবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ এসব কথা বলেন।

তিনি বলেন, চারদলীয় জোট সরকারের নিয়োগ দেয়া ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরীক্ষার মাধ্যমে বাদ দিয়েছিল এটি এম শামসুল হুদার নেতৃত্বাধীন পূর্বের কমিশন। কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ওই কর্মকর্তারা আদালতে একটি মামলা করেছিল। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে অমীমাংসিতভাবে রয়েছে।

মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত ইসি ওই পদে নতুন লোকবল নিয়োগ করতে পারছে না। আবার যারা বর্তমানে কর্মরত রয়েছে তাদেরও পদোন্নতি দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কমিশনকে।

তিনি বলেন, এ কারণেই আমরা চাইছি বিষয়টির দ্রুত সমাধান হোক। এ জন্য মামলার হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য আইন বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে আমরা আদালতের কাছে এ বিষয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে দ্রুত সমস্যার সমাধান করা হয়।

উল্লেখ্য, চারদলীয় জোট আমলে নিয়োগ দেয়া ওইসব কর্মকর্তাদের অনিয়মের মাধ্যমে দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হয়েছিল বলে অভিযোগ ওঠায় এদের বাদ দিয়েছিল আগের কমিশন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ