বিপুল ব্যবহৃত সিম কার্ড উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামে রাস্তার পাশে একটি ডোবা থেকে বিপুল বিভিন্ন কোম্পানীর মোবাইলের ব্যবহৃত সিমকার্ড উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার হামিদুল আলম ও স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের রাস্তার পাশে ডোবার ধারে এক শিশু কিছু সিম কার্ড দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ ও স্কুল গামী শিক্ষার্থীরা ডোবাই নেমে বিপুল সিমকার্ড পায়। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ সেখান থেকে ৩শটির মত সিমকার্ড উদ্ধার করে। তবে ঘটানাস্থলে পুলিশ পৌছার আগেই এলাকার লোকজন অন্তত ৩ থেকে ৪ হাজার সিমকার্ড নিয়ে গেছে বলে এলাকাবাসী জানান। কে বা কারা এসব সিমকার্ড কি কারণে ওই ডোবায় ফেলে গেছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন তথ্য দিতে পারেনি পুলিশ।