বিয়ে করলেন রানী মুখার্জি
বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবশেষে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বিয়ে নিয়ে গুজবের দিন শেষ হলো। কারণ এবার আর গুজব নয়, সত্যি সত্যিই বিয়ের কাজটা সেরে ফেলেছের রানী। সোমবার ইতালিতে চুপি চুপিই রানী বিয়ে করে ফেলেছেন তার কাঙ্খিত পাত্র প্রযোজক আদিত্য চোপড়াকে।
রানী মুখার্জি কলকাতার মেয়ে, আদিত্য পাঞ্জাবের। শোনা গিয়েছিল বাঙালি, পাঞ্জাবী দুই রীতিতেই হবে বিয়ের অনুষ্ঠান। কিন্তু রীতি তো পরে, বিয়ে হচ্ছে হচ্ছে করেই তো কেটে গেলো কয়েক বছর। অবশেষে যে বিয়েটা অন্তত হয়েছে, সেই ঢের!
এবার অবশ্য বিয়ে নিয়ে কোন রাখঢাক করেননি রানী বা আদিত্য কেউই। টুইটারে বিয়ের সংবাদটি দিয়ে রানী মুখার্জি জানালেন তাদের সম্পর্কটি রুপকথার মতো। আর এমন রুপকথা চলবেই…।
৩৬ বছর বয়সী রানীর এটা প্রথম বিয়ে। তবে আদিত্য’র জন্য দ্বিতীয়। প্রথম স্ত্রী পায়েল খান্নার সাথে আট বছরের সংসারের বিচ্ছেদ ঘটেছে ২০০৯ সালে।
মূলত ওই সময় থেকেই ‘চোরি চোরি চুপকে চুপকে’ শুরু হয় রানী-আদিত্য’র প্রেমের সর্বোচ্চ মহড়া। এর আগে যে কবে শুরুটা হয়েছিল তার হদিস জানে না কেউই। জানেন না হয়তো বা রানী-আদিত্যও! ‘রুপকথা’র প্রেম বলে কথা!