দুদকের মামলা প্রবাসীকল্যাণ সচিবের বিরুদ্ধে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ায় প্রবাসীকল্যাণ সচিব ড. খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বিকেলে দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে মতিঝিল থানায় মামলাগুলো দায়ের করেন।
এ বিষয়ে যতন কুমার রায় জানান, দীর্ঘ অনুসন্ধানে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়ায় কমিশনের অনুমোদন সাপেক্ষে মামলা তিনটি দায়ের করা হয়েছে।
এর আগে বিকেল ৩টায় নিয়মিত সভায় মামলা দায়েরের অনুমোদন দেয় কমিশন। অনুমোদনের দেড় ঘণ্টার মধ্যেই মামলা তিনটি দায়ের করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গৃহায়ণ ও গণপূর্ত সচিব থাকাকালে খন্দকার শওকত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের প্রভাবিত করে নিজের নামে, মা ও স্ত্রীর নামে অবৈধভাবে প্লট বরাদ্দ নেন।
শওকত হোসেন ২০০১ সালে সম্প্রসারিত উত্তরা প্রকল্পে নিজের নামে তিন কাঠার প্লট বরাদ্দ নেন। অনিয়মের মাধ্যমে তা রূপান্তর করেন পাঁচ কাঠায়। পরে সেখান থেকে দুই কাঠা বিক্রি করে দেন। কিন্তু ওই জমি ডেভেলপমেন্টের জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সময় পুরো পাঁচ কাঠার পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন।
এছাড়া পূর্বাচল প্রকল্পে ২০০৪ সালে শওকত হোসেন স্ত্রী ড. আয়েশা খানমের নামে সাড়ে সাত কাঠার প্লট বরাদ্দ নেন। পরে তা ১০ কাঠা থেকে সাড়ে ১২ কাঠায় উন্নীত করেন।
একইভাবে রাজউকের উত্তরা আবাসিক প্রকল্পে জালিয়াতি করে সচিব তার মায়ের নামে নেন তিন কাঠার প্লট। পরে তিনি তা পাঁচ কাঠায় উন্নীত করেন।
এসব অভিযোগের বিষয়ে গত ৫ মার্চ শওকত হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন।