সাংবাদিক-চিকিৎসক সংঘাতের ঘটনায় কমিটি গঠন

nasim DRU নাসিম ডিআরইউসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সম্প্রতি সাংবাদিক ও চিকিৎসকদের মধ্যে বিরোধের  ঘটনায় ৩টি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে তথ্য কেন্দ্র বা একজন মুখপাত্র রাখা হবে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে আন্দোলনরত চিকিৎসকরাও তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। সম্প্রতি বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, খবর সংগ্রহ করতে গিয়ে রাজশাহী ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিসকদের মারধরের শিকার হন সাংবাদিকরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ