গয়েশ্বর ও আমানের জামিন ফের নামঞ্জুর
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর দক্ষিণখান থানার ২নং ওয়ার্ডের ইসলামী ছাত্রশিবির সভাপতি মানসুর প্রধানিয়া হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার তাদের মামলার শুনানির দিন ধার্য ছিল। তারা আদালতে জামিন আবেদন করলে ঢাকা মহানগর হাকিম হারুনুর রশীদ তাদের জামিন নামঞ্জুর করেন।
আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন বিএনপির আইনজীবী সানাউল্লাহ মিয়া। অন্যদিকে তাদের জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার।
গত বছরের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ চলাকালে রামপুরা আবুল হোটেলের সামনে এক সংঘর্ষে ছাত্রশিবিরের ওই নেতা নিহত হন। পরে রামপুরা থানার পুলিশ বিএনপির এ সব নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
তারা এই মামলায় হাইকোর্টের জামিনে ছিলেন। হাইকোর্টের জামিন সময় শেষ হওয়ায় তারা ২০ তারিখ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।