রাজারবাগে পুলিশ অফিসার্স কোয়ার্টারে দুঃসাহসিক চুরি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজারবাগ পুলিশ অফিসার্স কোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর অনুপস্থিতিতে ফ্ল্যাটের তালা ভেঙ্গে স্বর্নালংঙ্কার, আই ফোন ও ক্যামেরাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
মঙ্গলবার রাতের কোন এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। রাত ১২টার পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পল্টন থানার ওসি, রাত ১টার কিছু সময় পর সিআইডির ক্রাইম সিন, গোয়েন্দা পুলিশ ঘটনা স্থলে ছুটে আসে। তারা ফ্ল্যাটে প্রবেশ করে খোয়া যাওয়া জিনিসপত্রের অনুসন্ধান ও আলামত সংগ্রহ করেণ। তবে কখন এই চুরির ঘটনা ঘটেছে তার সময় কেউই স্পষ্ট করে বলতে পারেণনি। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, মঙ্গলবার রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটেছে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও এই চুরির ঘটনা উদঘাটনে মাঠে নেমেছে।
ফ্ল্যাটের বাসিন্দা কামাল হোসেন এই দুঃসাহসিক চুরি ঘটনা শুনে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বুধবার সকাল সারে ৮টার দিকে তিনি ঢাকায় এসে পৌছান।

20140423_190716 20140423_190726 20140423_190701

(ইনসেটে তছনছ অবস্থায় সহকারী পুলিশ কমিশনারের বাসভবন)
এবিসি নিউজ বিডিকে কামাল হোসেন জানান, তার স্ত্রী আমেরিকা প্রবাসী। একমাত্র কন্যার চিকিৎসার জন্য তিনি আমেরিকায় আছেন। কামাল হোসেন ঢাকায় তার ছোট ভাইকে নিয়ে এই ফ্ল্যাটটিতে থাকেন। গত শুক্রবার দুইভাই একত্রে গ্রামের বাড়ি বরগুনায় যান।
স্ত্রী দেশে না থাকায় কি পরিমাণ মালামাল খোয়া গেছে তার সঠিক হিসাব দিতে পারবে না বলে জানান কামাল হোসেন। তবে কমপক্ষে ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
পল্টন মডেল থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহম্মেদ এবিসি নিউজ বিডিকে জানান, অফিসার্স কোয়ার্টারের পরিধি অনেক বড় বলে সবার অবাধ যাতায়াত রয়েছে। তাছাড়া বর্তমানে ভবনটির উপরে নির্মাণ কাজ চলছে। তাই একাধিক বিষয়কে সামনে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যেতে হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ