জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

Nasim নাসিমসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্র্রণে বাল্য বিবাহ রোধে আরও বেশি জনসচেতনতা সৃষ্টির তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, বাল্যবিবাহই জনসংখা বৃদ্ধির অন্যতম কারণ।
বুধবার বিকেলে সচিবালয়ে সরকারের পরিবার পরিকল্পনা কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান আতিথির বক্তৃতায় তিনি এ তাগিদ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আগের চেয়ে বাল্য বিবাহ অনেক কম পরিলক্ষিত হলেও দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে এখন এর প্রভাব রয়েছে। তাই আমাদেরকে বাল্য বিবাহ রোধে আরও বেশি করে সচেতনতা মূলক কর্মসূচি হাতে নিতে হবে।

মোহাম্মদ নাসিম বলেন, জনসচেতনতা মূলক সকল প্রচারের ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক মাধ্যমকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। কারণ বক্তৃতা দিয়ে কোন লাভ হয় না। এর চেয়ে কোথাও কোন নাটিকা বা জারি গান প্রদর্শন করা হলে মানুষ বেশি সচেতন হয়। তাই আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা ও বাল্যবিবাহ রোধে সাংস্কৃতিক মাধ্যমকে বেশি বেশি কাজে লাগাতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রালয়ের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারনেই বাংলাদেশে আজ জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রন কার্যক্রমে সাফল্য অর্জিত হয়েছে। মাঠ পর্য়ায়ে পরিবার কল্যাণ কর্মীদের তৎপরতায় মা ও শিশু স্বাস্থ্যের মান উন্নীত হয়েছে যা আন্তর্জাতিকভাবেও সমাদৃত হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে পরষ্কার অর্জন করেছেন। তবে গ্রাম অঞ্চলে ও শহরের বস্তি এলাকায় একনো কাংখিত সাফল্য অর্জিত হয়নি। আসলে আমাদের মূল সমস্যা দারিদ্র ও নিরক্ষরতা। এজন্য পরিবার পরিকল্পনা কর্মসূচিতে তৃণমূল জনগণকে সম্পৃক্ত করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রানালয়ের সবিচ এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্¦ে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ