ব্যবস্থা নেয়া হয়েছে ২০৮টি হজ্জ এজেন্সির বিরুদ্ধে

Hajj হজ্জসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হজ্জ ব্যবস্থাপনা নিয়ম লংঘন করায় ২০৮ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তারা ২০১৩ সালে হজ্জ ব্যবস্থাপনায় চরম অনিয়ম করেছিল।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে, এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও বিভিন্ন অঙ্কের জরিমানা।

হজ্জের নামে মানবপাচারের মতো গুরুতর অভিযোগে ৮টি এজেন্সিকে জরিমানা, জামানাত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিল করা হয়েছে। ৫ টি এজেন্সিকে ৫লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আরও ৫এজেন্সিকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

এসব এজেন্সির মাধ্যমে হজ্জ পালনের উদ্দেশ্যে গিয়ে ২০১৩ সালে ২৬২ জন হজ্জযাত্রী ফিরে আসেনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ