অস্ত্র ও গুলিসহ দুই যুবলীগ কর্মী আটক
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গুজরা ইউনিয়নের বড়ঠাকুরপাড়ায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ দুই যুবলীগ কর্মীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, যুবলীগ কর্মী মো. আব্বাস ও মো. বেলাল। তাদের কাছ থেকে একটি একে-৪৭ ও একটি ম্যাগজিন, ৬৫ রাউন্ড ৭.৬২ এমএম পিস্তলের গুলি, একটি এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মফিজুল ইসলাম জানান, কুখ্যাত সন্ত্রাসী আব্বাস ও বেলাল প্রবাসী পরিবারের লোকজনকে জিম্মি করে চাঁদা আদায় করত। এমনকি তাদের অপহরণ করে মোটা অংকের মুক্তিপণ আদায় করত। এছাড়া নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে তারা হত্যাকাণ্ডের মতো দুর্ধর্ষ কিলিং মিশনেও অংশ নিত। র্যাব-৭ নিজস্ব গোপন সোর্সের মাধ্যমে তাদের ধরার জন্যে অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ইউনিয়নের বড়ঠাকুরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্বাস ও বেলালকে আটক করতে সক্ষম হয় র্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিভিন্ন গোপন জায়গা থেকে বিপুল অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র-শস্ত্রসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীদের রাউজান থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ এ প্রসঙ্গে বলেন, আব্বাস ও বেলাল চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক হত্যা ও অস্ত্র আইনে মামলা রয়েছে। র্যাবের অভিযানে উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্র ও গ্রেফতারের ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।