১৫ মে থেকে রাজধানীতে ল্যাপটপ মেলা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আসছে ১৫ থেকে ১৭ মে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলার আয়োজক এক্সপো মেকার। এতে শীর্ষ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের সর্বশেষ ও সর্বাধুনিক মডেলের পণ্য নিয়ে হাজির হবে।
দেশে ১৪তম বারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে। মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, ‘দেশের বাজারে এখনও আসেনি এমন সব ল্যাপটপ প্রদর্শিত হবে এবারের মেলায়।’
মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে থাকবে বিশেষ ছাড় ও উপহার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। পাশাপাশি থাকবে গেমিং প্রতিযোগিতা।