ফিটনেসবিহীন গাড়ি ৬ মাসের মধ্যে উঠে যাবে : যোগাযোগমন্ত্রী

Obayedul kader ওবায়েদুল কাদেরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যানজট নিরসনের লক্ষ্যে আগামী ৬ মাসের মধ্যে রাজধানী থেকে সব ফিটনেসবিহীন গাড়ি তুলে দেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এখন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যানজট নিরসন সম্পর্কিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘এর আগে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো ঢাকা সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ। এখন থেকে যানজট নিরসনে নতুন করে ডিএমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যানজট নিরসনে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিআরটিএ’র চেয়ারম্যানকে টাস্কফোর্স প্রধান করা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের বৈঠকে যানজট নিরসনের বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনায় ফিটনেসবিহীন গাড়িগুলোকে যানজটের জন্য দায়ী করা হয়। এ কারণে আগামী ৬ মাসের মধ্যে সব গাড়ি তুলে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘৬ মাস পর ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাজধানীর সড়কে চলতে পারবে না।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ