রানা প্লাজা দুর্ঘটনার কোনো রিপোর্ট নেই: রফিকুল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রানা প্লাজার ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করার পরও জনসম্মুখে এই দুর্ঘটনার রিপোর্ট না বের হওয়ার কারণ সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী কর্মজীবী দল’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘সাভারে ধসে পড়া রানা প্লাজার ৭০ ভাগ কর্মী এখনও বেকার রয়েছেন। তাদের পাশে সরকারও তেমন ভাবে দাঁড়ায়নি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে পরিমাণে অর্থ জমা আছে তা যদি এই কর্মহীন আহত মানুষদেরকে দেওয়া হতো, তবে প্রত্যেক পরিবার ১০ লাখ টাকা করে পেতেন।’
সরকার, বিজিএমই ও বিদেশি বায়রদেরকে রানা প্লাজায় আহতদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান বিএনপির এ নেতা।
তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের কাজের সুযোগ করে দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল কমিটি করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের তদারকি ও কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে।’
রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে যথাযথ বিচারেরও দাবি জানান ব্যারিস্টার রফিক।
সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, সংগঠনের সহ-সভাপতি পারভিন সুলতানা, মহিলা বিষায়ক সম্পাদক হাসিনা চৌধুরী, দক্ষিণের সহ-সম্পাদক মাইনুদ্দিন আহামেদ প্রমুখ।