বিএনপির ৮ নেতার পাঁচ মাসেও হদিস মেলেনি

BNP Press Clubসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গুম হওয়ার ৫ মাস পেরেুলেও হদিস মেলেনি বিএনপি ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর। তাদের খোঁজে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে এখন ক্লান্ত ও ক্ষুব্ধ তাদের পরিবার।

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার তাদের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এ কথা জানানো হয়।

তাদের অভিযোগ, র‌্যাব পরিচয়ে ২০১৩ সালের ৪ ডিসেম্বর ঢাকার বিভিন্ন স্থান থেকে ওই আটজনকে নিয়ে যাওয়া হয়। পাঁচ মাস অতিবাহিত হলেও তাদের কোন খোঁজ মিলছে না। এবং আইনশৃঙ্ক্ষলা বাহিনীও বিষয়টি অস্বীকার করছে।

গুম হওয়া নেতারা হলেন, ঢাকা মহানগর বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন, শাহীনবাগের কাওসার, এ এম আদনান চৌধুরী, পূর্ব নাখালপাড়ার আবদুল কাদের ভূঁইয়া মাসুম, পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম রাসেল, মুগদাপাড়ার আসাদুজ্জামান রানা, উত্তর বাড্ডার আল আমিন, সাজেদুল ইসলাম সুমনের খালাতে ভাই জাহিদুল করিম তানভীর।

অনুষ্ঠানে সাজেদুল ইসলাম সুমনের বড় বোন ফেরদৌসি রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় আটজনের পরিবারের সদস্যদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয়-তাহলে রাষ্ট্রকে জনগণের কথাই শুনতে হবে।’

তিনি বলেন, ‘বিচারহীনতার পথ ধরে দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। আমাদের টাকায় পুলিশ চাকরি করছে। তাদেরকে আমাদের কথাই শুনতে হবে।’

সংবাদ সম্মেলন সঞ্চালন করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মো. মঞ্জুর হোসেন ঈসা। সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাবের সামনে গুম হওয়াদের পরিবারবর্গ এক মানববন্ধন পালন করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ