ঝুলে গেল রানা প্লাজার চার্জশিট
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঝুলে গেল রানা প্লাজা ধসের চার্জশিট। কবে নাগাদ এই মামলার চার্জশিট দেওয়া হবে তা স্পষ্ট করে বলতে পারেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে মহা পুলিশ পরিদর্শক খন্দকার হাসান মাহমুদ বলেছেন, এই মামলার চার্জশিট নিয়ে পুলিশ কোন প্রকার সময় ক্ষেপন করছেন না।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে ‘রানা প্লাজা ধসের মামলার অগ্রগতি ও এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের গৃহিত কর্মকান্ড’ জানাতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজিপি এসব কথা বলেন।
‘এক বছর পার হয়ে যাওয়ার পরও রানা প্লাজা ধসের মামলার চার্জশিট কেন দেওয়া গেল না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অভিযোগ পত্র যাতে দ্রুত করা যায় সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা কাজ করছি, শিগগিরই এই মামলার চার্জশিট দেওয়া হবে।’
‘আর কত দিন লাগবে, চলতি বছর চার্জশিট দেওয়া সম্ভব হবে কিনা’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা টাইম ফ্রেম বেঁধে দিতে পারবো না। তবে শিগগিরই দেওয়া সম্ভব হবে।
এসময় মহা পুলিশ পরিদর্শক খন্দকার হাসান মাহমুদ বলেন, ‘রানা প্লাজার তদন্ত কার্যক্রমে আমরা কোন প্রকার সময় ক্ষেপন করছি না। বিষয়টিতে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি।’
উল্লেখ্য সাভারের রানা প্লাজা ধসের ঘটনার আজ এক বছর পূর্ন হয়েছে। নিসংশ এই ঘটনায় ১১৩৮ জন পোশাক শ্রমিক মৃত্যুবরণ করেন। এ বিষয়ে সে সময়ে সাভার থানায় ভবন মালিক সোহেল রানাকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় মোট ৪০ জনকে আসামি করা হয়। এর মধ্যে ২১ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। অবশ্য উচ্চ আদালত থেকে ৮ জন জামিন নিয়ে কারাগারের বাইরে রয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রানা প্লাজায় আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বলেন, এই ঘটনার পর আহত শ্রমিকদের স্থানান্তর ও চিকিৎসা খরচ বাবদ প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০,৭০,০০০/= টাকা দেওয়া হয়।
আসাদুজ্জামান খান কামাল বলেন, রানা প্লাজা ধসের পর উদ্ধার কার্যক্রমে ১৪৮৪ জন র্যাবের সদস্য, ৩ শতাধিক আনসার, কয়েক শত দমকল বাহিনীর সদস্য ও পুলিশ নবম পদাতিক বাহিনীকে সহায়তা প্রদান করেন। তিনি অংশগ্রহনকারী সাধারণ মানুষেরও প্রসংশা করেন। প্রতিমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করে নিহতদের জন্য দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।