গাজীপুরের সাবেক ডিসিকে ১ মাসের জেল

High-Court-sm20130120092335সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আদালত অবমাননার অভিযোগে গাজীপুর জেলার সাবেক জেলা প্রসাশক সৈয়দ মিজানুর রহমানকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার হাইকার্টের  বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সৈয়দ মিজানুর রহমান বর্তমানে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত রয়েছেন। একই অভিযোগে আরও ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

২০০৮ সালের হাইকোর্টের একটি আদেশ অমান্য করায় তাদের এই দণ্ড দেয়া হয়েছে। একই অভিযোগে তৎকালীন ‘কোর্ট অব ওয়ার্ডস’ এর ব্যবস্থাপক সৈয়দ আব্দুর রউফকে ১৫ দিনের কারাদণ্ড ও এক কোটি টাকা  জরিমানা এবং সহকারী ব্যবস্থাপক সাব্বির আহমেদকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া ভূমি সংস্থান বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মনিরুল ইসলামকে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

অন্যদিকে, তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আলমগীল আলম ও জয়দেবপুর থানার ‍ওসি মিজানুর রহমানসহ ছয়জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

 

২০০৮ সালের ৬ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুর উপজেলার লক্ষিপুরা এলাকার বাসিন্দা জনৈক কলিউল্লাহ আহমেদে তার বাড়ি থেকে উচ্ছেদের আশঙ্কার পরিত্রাণ চেয়ে যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করেন।

পরের দিন ওই আবেদন খারিজ করে রায় দেন আদালত। এরপর বাড়ি থেকে উচ্ছেদ প্রদানের ওপর নিষেধাজ্ঞার আর্জি চেয়ে হাইকোর্টে আবেদন করলে একই বছরের ৩ মার্চ ওই ব্যক্তিকে যাতে বাড়ি থেকে উচ্ছেদ না করা হয় সে মর্মে আদেশ দেয় হাইকোর্ট।

কিন্তু হাইকোর্টের এই আদেশ অমান্য করে একই দিন ৩ মার্চ বিকালে ও ৫ মার্চ গাজীপুর ডিসির নেতৃত্বে অন্যান্যরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে ১৩টি বসত ঘর গুড়িয়ে দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এরপর  কলিউল্লাহ আহমেদ একই বছরের ১৬ মার্চ হাইকোর্টে বিবাদীদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য নিয়ে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন জানান। দীর্ঘ শুনানির পর হাইকোর্ট বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী খলিলুর রহমান জানান, ওই রায়ের ফলে সাজাপ্রাপ্তরা সরকারি চাকরিতে আর বহাল থাকতে পারবেন না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ