ধানমন্ডি মাঠ উন্মুক্ত হলো

Dhanmondi Field ধানমণ্ডি মাঠসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম চক্রবর্তী এ তথ্য জানান।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধানমন্ডি মাঠ উন্মুক্ত করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন।

ধানমন্ডি আট নম্বর মাঠ হিসেবে পরিচিত এই স্থানটি শেখ জামালের নাম ব্যবহার করে কিছু ক্রীড়া সংগঠক দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ পরিবেশবাদীদের। এলাকাবাসীর জন্য মাঠটি উন্মুক্ত করে দেওয়ারও দাবি জানিয়ে আসছিলেন তারা।

অন্যদিকে মাঠে অবকাঠামো নির্মাণের কাজ চালানো শেখ জামালের কর্মকর্তারা বলছেন, এই মাঠ অভিজাতদের, সর্বসাধারণের নয়।

শেখ জামালের পক্ষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং বিসিবি সভাপতি নাজমুল হাসানও অবস্থান নিয়েছেন। অন্যদিকে গাজী আশরাফ হোসেন লিপু, কামরুননাহার ডানাসহ বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক মাঠটি উন্মুক্ত করার পক্ষে অবস্থান নেন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব এই মাঠে বাস্কেটবল, ব্যাডমিন্টন ও টেনিস কোর্ট তৈরির কাজ শুরু করেন। নির্মাণকাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এই কাজ বন্ধ করতে হাইকোর্টে যান পরিবেশবাদীরা।

এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১৫ মার্চ হাইকোর্ট এক রায়ে এই মাঠের অবৈধ স্থাপনা সরিয়ে ১৫ দিনের মধ্যে তা সবার জন্য উন্মুক্ত করে দিতে বলে।

কিন্তু আদালতের রায় শেখ জামাল কর্মকর্তারা মানছেন না দাবি করে গত বছর পুনরায় হাইকোর্টে যান পরিবেশবাদীরা। এর পরিপ্রেক্ষিতে একটি নোটিসও জারি হয়।

এর মধ্যে মাঠটি উন্মুক্ত করার দাবিতে এই মাসে পরিবেশবাদী সংগঠনগুলো মাঠে ঢুকে কর্মসূচি পালন করে। শেখ জামাল কর্মকর্তারা ক্লাব তথা মাঠের ফটকে নিরাপত্তা প্রহরী বসিয়ে রেখেছিল, যেন কেউ সেখানে ঢুকতে না পারে। জোর করে মাঠে ঢোকার অভিযোগ এনে শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষ স্থপতি মোবাশ্বের হোসেন, ক্রীড়া সংগঠক কামরুননাহার ডানার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করে। ওই মামলায় চার জন বুধবার মহানগর হাকিম আদালত থেকে জামিন নেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ