কাগজে আছেন চেয়ারপারসনের উপদেষ্টাবৃন্দ কিন্তু কাজে নেই

bnp logo বিএনপি প্রতীকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক সদস্যই এখন কাগজে আছেন- কাজে নেই। দলীয় কর্মকাণ্ডে এসব উপদেষ্টার সচরাচর দেখা না গেলেও তারা নিজেদেরে এ পরিচয় দিতে সম্মানবোধ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এসব উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

আবার কয়েকজন উপদেষ্টা আছেন- যারা চেয়ারপারসনের কাছে থাকার কারণে তারা নিজেদের অত্যন্ত প্রভাবশালী বলে মনে করেন।

৩৫ সদস্যের এ উপদেষ্টা পরিষদের দুইজন মারা যাওয়ার পর সদস্য সংখ্যা এখন ৩৩ জন। এদের মধ্যে অধিকাংশ উপদেষ্টা সদস্যকে দলের কোনো কর্মকাণ্ডে দেখা যায় না। আবার এদের মধ্যে কয়েকজন উপদেষ্টা রয়েছেন- শুধুমাত্র মিডিয়া কভারেজ পাওয়ার জন্য মাঝে মধ্যে নামে বে-নামে দু-একটি ভুইঁফোড় সংগঠনের অনুষ্ঠানে হাজির হন। এর মাধ্যমে জানান দেয়ার চেষ্টা করেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। তাদের উদ্দেশ্য থাকে বেগম খালেদা জিয়ার নজরে থাকা। এরপর ওই উপদেষ্টাকে দলের আর কোনো কর্মকাণ্ডে দেখা পাওয়া যায় না।

অনেক সময় সাংবাদিকরা উপদেষ্টাদের কাছে কোনো বিষয়ে জানার চেষ্টা করলে তারা জবাব না দিয়ে কৌশলে এড়িয়ে যান।

দলের সূত্র জানায়, ২০০৮ সালের ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিলের পর উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বেগম খালেদা জিয়া দুই-তিনটি বৈঠক করেছেন। ওই বৈঠকে উপদেষ্টা পরিষদের এক সদস্য ক্ষোভ প্রকাশ করে সেসময় বলেছিলেন, দিনে দিনে উপদেষ্টা পরিষদের সদস্য বাড়ে। কিন্তু উপদেষ্টা হওয়ার পর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন না বা দলের কোনো কর্মকাণ্ডে তাদের দেখাও পাওয়া যায় না।

চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে ৩৫ সদস্যের মধ্যে ইতোমধ্যে দুজন সদস্য মারা গেছেন। এদের মধ্যে উপদেষ্টা পরিষদের এক নম্বর সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, বেগম খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাঈদ ইস্কান্দার।

বাকি সদস্যেদের মধ্যে অনেককে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দেখা যায় না। এসব সদস্যদের মধ্যে হারুণার রশিদ খান মুন্নু, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, উকিল আবদুস সাত্তার, ফজলুর রহমান পটল, আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু, মোশাররফ হোসেন, মুশফিকুর রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, নুরুল ইসলাম, এ এস এম আবদুল হালিম, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, জহুরুল ইসলাম, খন্দকার শহিদুল ইসলাম, ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, আবদুল মান্নান।

যেসব সদস্যদেরকে দলীয় কর্মকাণ্ডে দেখা যায় তারা হলেন- রিয়াজ রহমান, ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), ড. ওসমান ফারুক, অধ্যাপক এম.এ. মান্নান, অধ্যাপক মাজেদুল ইসলাম, অ্যাডভোকেট আহমদ আযম খান, শামসুজ্জামান দুদু, সাবিহ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, অধ্যাপক ডা. এ, জেড, এম, জাহিদ হোসেন, মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের অনেক উপদেষ্টাকে দলের অনেক নেতাকর্মীরা চেনেন না। উপদেষ্টাদের না চিনতে পারার কারণে অনেক সময় তাদেরকে বিব্রতকর পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ