বিএনপির লং মার্চে পানি আসেনি তিস্তায়

Obaydul kader ওবায়দুল কাদেররিপোর্টার, এবিসি নিউজ বিডি, পাবনাঃ তিস্তায় পানি আসা নিয়ে বিরোধী দলের আন্দোলনের কোনো সাফল্য নেই, আবার কুটনৈতিক সফলতাও বলা যায় না। এসব যারা বলে তাদের মধ্যে এক ধরণের অজ্ঞতা কাজ করেছে। তা ছাড়া আন্দোলন করে সরকারের পতন ঘটানোর শক্তি, সাহস, সামর্থ কোনোটাই বিএনপির নেই। শুক্রবার সকাল ১০টায় পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল-হামকুড়িয়া-চাটমোহর সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘যমুনা নদীর পাটুরিয়া-নগরবাড়ী-দৌলতদিয়া রুটে ওয়াই আকৃতির দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হবে। এ ছাড়া সড়ক-মহাসড়কে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্যবাহী যান পরিবহন রোধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ সময় উন্নয়ন কাজ পরিদর্শণ ছাড়াও মন্ত্রী হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. মকবুল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম, পাবনার তত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, পাবনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, মির্জা রেজাউল করিম দুলাল, মাহাবুল এলাহী বিশু, হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান রবিউল করিম, ধ্রুব কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরীসহ জেলা-উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ