কোস্টগার্ড চোরাকারবারিদের মধ্যে গুলি বিনিময়

Cox bazar map কক্সবাজার ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ কক্সবাজারের সেন্টমার্টিন ও বঙ্গোপসাগরের গোলারচরের মাঝামাঝি এলাকায় কোস্টগার্ড ও চোরাকারবারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে তিন চোরাকারবারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কোস্টগার্ডের দুই সদস্য।

শুক্রবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল ৫টায় পুলিশ নিহত তিন চোরাকারবারীর লাশ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন এবিসি নিউজ বিডিকে তিন জনের লাশ উদ্ধার করার ঘটনা নিশ্চিত করেন।

কোস্টগার্ড সদরদপ্তরের উপপরিচালক (গোয়েন্দা) মারূফ হাসান এবিসি নিউজ বিডিকে বলেন,  নিহত তিন জন চোরকারবারী দলের সদস্য।

তিনি আরও বলেন, তাদের থামাতে সঙ্কেত দিলে তারা আমাদের ওপর গুলি  চালায়। আমরা পাল্টা গুলি চালাই। তাদের গুলিতে আমাদের সদস্যরা আহত হন।

নিহতদের স্বজনরা দাবি করেন, তারা চোরকারবারী নয়। কোস্টগার্ডকে তারা ডাকাত মনে করে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ডের গুলিতে তারা নিহত হন।

আহত কোস্টগার্ডের সদস্যরা হলেন, ফয়সাল ও সামাদ। তাদের মধ্যে ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামাদকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোস্তফা তারেক।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ