রাজধানীতে জমি নিয়ে সংঘর্ষ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর রমনা এলাকার জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া এ ঘটনায় কমপক্ষে আরও ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয় নগর আকরাম টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নাজমা ডেভেলপারস লিমিটেডের মালিক নাজমা বেগম (৬০) এবং তার কর্মচারী রুবিয়া খাতুন (৪০), রাজিয়া (৪০), রশিদ (৩০), ইমরান (৩০), এমদাদ হাওলাদার (৪০) ও আনিকা (২০)।
আহত নাজমা বেগমের ছেলে ওসমান গণি জানান, ডেভেলপার ব্যবসার সুবাদে হাবিব নামের আরেক ডেভেলপার কোম্পানির সঙ্গে তাদের লেনদেন হয়। কিন্তু ওই কোম্পানির লোকজন দীর্ঘ দিন যাবৎ তাদের মোটা অংকের টাকা ফেরত না দিয়ে পলাতক ছিলেন। এ ছাড়া জমি নিয়েও তাদের বিবাদ ছিল। হাবিবের সন্ধান পেয়ে নাজমা বেগম দুপুরে তার অফিসের কর্মচারীদের নিয়ে টাকা আনতে যান। এ সময় হাবিবের লোকজন আকরাম টাওয়ারের সামনে তাদের মারধর করে এবং সর্টগান দিয়ে গুলি ছুঁড়ে। নামজা, কর্মচারি রুবিয়া খাতুন ও এমদাদ হাওলাদার গুলিবিদ্ধ হন। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রমনা থানার ওসি মশিউর রহমান এবিসি নিউজ বিডিকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।