যুবদল নেতার লাশ উদ্ধার
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে মো. সামছুল ইসলাম সোলায়মান নামে যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রাজধানীর উত্তরা থেকে তিনি অপহৃত হন।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বসুরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সামছুল ইসলাম কয়েক বছর আগে লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি ছিলেন বলে তার স্ত্রী জানিয়েছেন। তিনি উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।
স্থানীয় চরশাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলজার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে অপহরণ করা হয় বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়। তবে শুক্রবার বিকাল পর্যন্ত তার ব্যাপারে কেউ কোন তথ্য দিতে পারেনি।
মামলার বাদি সামছুল ইসলামের স্ত্রী সালমা ইসলাম বলেন, রাত ১১টার দিকে ডাক্তার দেখিয়ে তিনি, তার স্বামী ও সন্তান রিকশায় বাসায় ফিরছিলেন। রিকশাটি উত্তরার ৬ নম্বর সেক্টরস্থ জয়নাল মার্কেটের সামনে রেল লাইনের কাছে আসলে একটি ছাই রংয়ের মাইক্রোবাস তাদের গতিরোধ করে তার স্বামীর নাম জানতে চায়। নাম বলার সঙ্গে সঙ্গে অপহরণকারীরা অস্ত্র ঠেকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তার স্বামীকে গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও বলেন, তাদের বাসা খিলগাঁওয়ের গোড়ানে। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। সামছুল ইসলাম এক সময় লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি ছিলেন। তবে বেশ কয়েক বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে তেমন একটা যুক্ত ছিলেন না। তিনি গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন।
তিন সন্তানের জননী সালমা ইসলাম বলেন, তার স্বামীর কোন শত্রু ছিল না। তিনদিন পর তার নিজের একটি অপারেশন হবার কথা ছিল। এ জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন। ফেরার পথে এ ঘটনা ঘটে। অপহরণকারীরা তাকে ও তার সাড়ে তিন বছরের ছেলেকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে তার স্বামীকে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, ঘটনার পরপরই তিনি এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব সদর দফতর ও বিভিন্ন থানায় যোগাযোগ করেন। কিন্তু কেউ কোন ধরনের তথ্য জানাতে পারেনি।