বিএনপি গণঅনশন ও বিক্ষোভ করবে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খালেদা জিয়া-তারেক রহমানসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, গুম ও হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৮ এপ্রিল সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ও ৪ মে মহানগর, জেলা ও উপজেলায় সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন।
শনিবার দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে যৌথসভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে থাকে দলটি।
দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এদেশের মানুষ কীভাবে বসবাস করবে। এখানে এখন কারোর কোনো নিরাপত্তা নেই। মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে এই সরকার।
মির্জা ফখরুল অভিযোগ করেন, কয়েক দিনে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা ও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ভয়াবহ নিপীড়ন শুরু করেছে। লক্ষ্মীপুর, মাগুরাসহ কয়েকটি এলাকার নাম উল্লেখ করে তিনি বলেন এসব এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়ার পর আজ তাদের লাশ পাওয়া গেছে।
প্রতিনিয়ত বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা-গুম করা হচ্ছে। কিন্তু এসব ঘটনার সব খবর গণমাধ্যমে যথাযথভাবে আসছে না বা প্রাধান্য পাচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, হত্যা ও গুমের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এসব চলতে পারে না।
তিনি এসময় বলেন, এটা বিএনপি বা আমাদের জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য সোচ্চার হতে হবে।
মির্জা ফখরুল বলেন, বিগত ৫বছরে আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এবার অবৈধভাবে ক্ষমতায় এসে তারা একই পথ অনুসরণ করে চলেছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নীলনকশা তৈরি করছে। তাদের উদ্দেশ্য হলো বিরোধী দলকে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখা। যাতে আগামী নির্বাচনে যেন বিরোধী দল অংশ নিতে না পারে।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্যসহ তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা দেয়া হয়েছে।
বিএনপির সিনিয়র নেতাদের নাম উল্লেখ করে তিনি বলেন, দলের সিনিয়র এমন কোনো নেতা নেই যে তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়নি।
তিনি বলেন এই সরকার অনৈতিক ও সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করার নীলনকশা প্রনয়ণ করেছে।