বাংলাদেশে প্রভাব পড়বে না ভারতের কারণে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, টাঙ্গাইলঃ ভারতে সরকার পরিবর্তন হলে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, কোনো দেশের সরকার পরিবর্তনের সঙ্গে পার্শ্ববর্তী দেশের রাজনীতিতে কেউ হস্তক্ষেপ করে না। আর ভারত আমাদের নিকটতম দেশ। এ দেশের সঙ্গে আমাদের খুব সুসম্পর্ক রয়েছে।
তবে, বিরাজমান কিছু সমস্যা রয়েছে স্বীকার করে তিনি বলেন, তিস্তা পানি চুক্তি ও ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি বাস্তবায়ন, এসব সমস্যাগুলো সমাধানে ভারতের পরবর্তী সরকারের কাছে আহ্বান জানানো হবে।
মন্ত্রী বলেন, ৩ হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে ৭০ কিলোমিটার এই মহাসড়ক ২ লেন থেকে ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের দরপত্র মে মাসে আহ্বান করা হবে। সেই সঙ্গে সেপ্টেম্বরের শেষে নির্মাণ প্রতিষ্ঠানদের কার্যাদেশ দেয়া হবে। এ সড়কে ৫টি ফ্লাইওভার, ২৬টি সেতু ও ৬০টি কালভার্ট নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম প্রমুখ।