তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৪

Mongla Ship মংলারিপোর্টার, এবিসি নিউজ বিডি, বাগেরহাটঃ মংলা বন্দরের পশুর চ্যানেলে ‘এমটি জাকাহ’নামে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে আগুন লেগেছে। এ সময় আগুনে ওই জাহাজের চার কর্মচারী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই জাহাজের ইঞ্জিন রুমসহ পেছনের একাংশ পুড়ে গেছে।

শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।

মংলা বন্দর কর্তৃপক্ষ জানান, সকালে তেলবাহী ট্যাঙ্কারটিতে আগুন লেগেছে এ খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপক জাহাজ এমভি অগ্নিপ্রহরী ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ প্রায় সাতঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই জাহাজের ৪ কর্মচারী দগ্ধ হয়েছেন জানাতে পারলেও আগুনের কারণ জানাতে পারেননি তারা।

ক্ষতিগ্রস্ত জাহাজের কর্মচারীরা জানান, ঢাকাস্থ হাইস্প্রিড কোম্পানির মালিকানার তেল বোঝাই ট্যাঙ্কারটি চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার মংলা বন্দরে পৌঁছায়। শুক্রবার বিকালে বন্দরের সামিট রিপাইনিং তেল কোম্পানিতে তেল খালাস করে জাহাজটি রাতেই পশুর চ্যানেলে নোঙর করে।

জাহাজটি নদীতে থাকায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে। তবে আগুনে জাহাজের ইঞ্জিন রুমসহ পেছনের একাংশ পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত জাহাজের কর্মচারীরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ