পুলিশ অফিসার্স কোয়ার্টারে চুরির ঘটনায় অগ্রগতি নেই
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজারবাগ পুলিশ অফিসার্স কোয়ার্টারে জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার কামাল হোসেনের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ এই মামলায় কোন প্রকার অগ্রগতি করতে পারেনি। মামলার মূল দায়িত্ব পালনকারী মহানগর গোয়েন্দা পুলিশ অবশ্য তৎপরতা অব্যাহত রেখেছে। আটক বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
শনিবার গোয়েন্দা পুলিশের এডিসি সানোয়ার হোসেন এবিসি নিউজ বিডিকে বলেন, ‘আমরা এই চুরির ঘটনাকে খুবই গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। তৎপরতা অব্যাহত রেখেছি। আপাতত বলার মত কোন অগ্রগতি নেই।’
‘কতজন আটক আছে’ এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এ মুহুর্তে আসলে তদন্তের স্বার্থে কিছুই প্রকাশ করতে চাচ্ছি না। আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করছি- শিগগিরই এই মামলার পরিকল্পনাকারীসহ চোরদের আটক ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার করতে পারবো।’
সংশ্লিষ্ট পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম এই প্রতিবেদককে বলেন, বিষয়টি গোয়েন্দা পুলিশ (ডিবি) দেখছে। সেই কারনে এ মুহুর্তে অগ্রগতির বিষয়ে আমাদের কাছে তেমন কোন তথ্য নেই।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাজারবাগে পুলিশ অফিসার্স কোয়ার্টারের দোতলার ২/এফ, ফ্ল্যাটে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গুলশানের দুতাবাস জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার কামাল হোসেন তার ছোট ভাইকে নিয়ে এই ফ্ল্যাটটিতে থাকেন। চোর স্বর্নালঙ্কার, মোবাইল, ক্যামেরাসহ প্রায় বিশ লাখ টাকার মালামাল নিয়ে যায়। কামাল হোসেন এসময় তার ভাইসহ দেশে বাড়ি বরগুনায় ছিলেন।
রাত ১২টার পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পল্টন থানার ওসি, রাত ১টার কিছু সময় পর সিআইডির ক্রাইম সিন, গোয়েন্দা পুলিশ ঘটনা স্থলে ছুটে আসে। তারা ফ্ল্যাটে প্রবেশ করে খোয়া যাওয়া জিনিসপত্রের অনুসন্ধান ও আলামত সংগ্রহ করেন।
পুলিশ সূত্র জানায়, কামাল হোসেনের একমাত্র কন্যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কন্যার সু-চিকিৎসার জন্য তার স্ত্রী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। আগামী মাসে নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে তাদের কন্যার কর্ড ব্লাড ট্রান্সপ্ল্যান্টেশনের কথা।